মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রামে প্রতিটি ইউনিয়নের আশ্রয়ণ পল্লীতে শিক্ষা বঞ্চিত শিশুদের কাছে শিক্ষার আলো পৌঁছানোর লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে চালু হলো ‘ইউএনও এর পাঠশালা’। এখানে পড়ালেখা করার সুযোগ পাচ্ছে আশ্রয়ণ প্রকল্পের স্বাক্ষর জ্ঞানহীন বয়স্ক বাসিন্দাসহ শিক্ষা সুবিধাবঞ্চিত শিশুরা। করোনার কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকাকালীন সময়ে এমন একটি মহৎ উদ্যোগ নেয়ায় সচেতন মহলের প্রশংসার জোয়ারে ভাসছেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হক।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হক বলেন, ‘করোনার কারণে স্কুল বন্ধ থাকায় আশ্রয়ণে ঠাঁই পাওয়া হতদরিদ্র পরিবারের শিশুদের পড়ালেখার বেহাল অবস্থা। বিক্ষিপ্তভাবে ঘোরাফেরাসহ নানাপ্রকার দুষ্টুমিতে তাদের সময় কাটছে। আবার কেউ কেউ পড়ালেখা একবারেই করে না। আমি তাদেরকে পড়াবো শুনে তারা বেশ উৎসাহের সাথে পাঠশালায় পড়তে আসছে। পড়ালেখার প্রতি আশ্রয়ণের শিশুদের আগ্রহ দেখে আমি বিমোহিত। একটু যত্ন পেলে সুবিধাবঞ্চিত এ শিশুরা পড়ালেখায় আর পিছিয়ে থাকবে না। তারা সমাজের বোঝা না হয়ে রত্নে পরিণত হবে। চৌদ্দগ্রামের প্রতিটি আশ্রয়ণে নিয়মিত এ পাঠশালা চলবে। সকলকে সাথে নিয়ে আমরা সুখি-সমৃদ্ধ একটি সোনার বাংলাদেশ গড়তে চাই’।