মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারের ওয়াপদা রোডে জুন্তর আলী শপিং কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে আয়োজিত কোরআন খতম, মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু।
মার্কেট মালিক হাজী জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম বাজার পরিচালনা কমিটির সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, জেলা কৃষকলীগ নেতা মমিনুর রহমান ফটিক, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ইসহাক খাঁন, সহ-দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, বাতিসা ইউপি চেয়ারম্যান কাজী ফখরুল ইসলাম ফরহাদ, বাজার কমিটির সাধারণ সম্পাদক ফারুখ আহমেদ খাঁ শামীম, চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ একেএম শামছুদ্দীন, চৌদ্দগ্রাম ফয়েজুন্নেছা মহিলা মাদরাসার সুপার মাওলানা আহসান উল্যাহ, পৌর প্যানেল মেয়র সাইফুল ইসলাম পাটোয়ারী, মিজানুর রহমান, কাউন্সিলর বদিউল আলম পাটোয়ারী, কাজী বাবুল, পৌর কৃষকলীগের সভাপতি আবদুল জলিল, পৌর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী শহীদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন, মার্কেট মালিক মাহবুব হোসেন, মীর হোসেন মীরুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।