স্টাফ রিপোর্টারঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সদ্যবিদায়ী সেক্রেটারী আমিনুল ইসলাম ছুট্টুর সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা খোরশেদ আলমের পরিচালনায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য এ্যাড. হুমায়ুন কবির পাটোয়ারী, উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক খালেক শিকদার লিটন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি খালেদ সাইফুল্লাহ মোঃ সবুজ, জেলা স্বেচ্ছাসেবদ দলের সহ-সভাপতি গাজী কবির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিয়াউর রহমান জিয়া, পৌর যুবদলের সেক্রেটারী আক্তার হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান আশিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইসহাক ব্যাপারী, সাবেক ছাত্রনেতা খোরশেদ আলম, সোহাগ, উপজেলা ছাত্রদল নেতা জাহাঙ্গীর আনোয়ার তুহিন, মীর শাহাদাত হোসেন রিয়াজ, সজল, ইমরান হোসেন, সোহরাব হোসেন, এমএইচ অনি, এহসান, শাহাদাত, হিমেল, মনির, জাকির, যুবদল নেতা রাসেল প্রমুখ। পরে মোনাজাতের মাধ্যমে দোয়া ও মিলাদ মাহফিলের সমাপ্তি হয়।