স্টাফ রিপোর্টার: কুমিল্লার চৌদ্দগ্রামে পানিতে ডুবে শাওন (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শাওন উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের যাত্রাপুর গ্রামের মো: সাদেক হোসেনের ছেলে।
জানা গেছে, রবিবার বিকালে খেলার ছলে শাওন বাড়ীর পাশের পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ ধরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে। পরে লোকজন এসে তাকে পানি থেকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।