-
- Uncategorized
- প্রকাশিত : মার্চ ২১, ২০২১, ৭:৪২: অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদকঃ বৈদ্দেরখীল জনকল্যান ক্লাব কর্তৃক আয়োজিত বিগ বাউন্ডারি ফ্রিজ ও এলইডি কাপ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে রামরাগ্রাম স্পোর্টিং ক্লাবকে হারিয়ে সেমিফাইনালে পৌছেছে আর্ট গ্যালারী একাদশ। গত শনিবার বৈদ্দ্যেরখিল মাঠে আয়োজিত খেলায় বিপুল রানে রামরায়গ্রাম একাদশকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি। এর আগে টুর্নামেন্টের ১ম রাউন্ডের খেলাসহ সকল খেলায় দৃষ্টিনন্দন খেলা উপহার দেয় আর্ট গ্যালারী একাদশের খেলোয়াররা।
আর্ট গ্যালারী একাদশের টিম ম্যানাজার মোঃ পিন্টু জানান, সুন্দর একটি খেলা উপহার দেয়ায় একাদশের সকল খেলোয়ারকে ধন্যবাদ। ঈনশাআল্লাহ খেলোয়ারদের ধারাবাহিকতা অব্যাহত থাকলে টুর্নামেন্টের বাকী পবেও জয়ের ধারা অব্যাহত থাকবে।