মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রামে ৩০ জানুয়ারি (শনিবার) অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে।
শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে চৌদ্দগ্রাম থানা পুলিশের আয়োজনে উপজেলার চৌদ্দগ্রাম এইচ জে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আইন শৃঙ্খলা বাহিনীর এক সভার মাধ্যমে কেন্দ্র অনুযায়ী পুলিশ, আনসার ও স্ট্রাইকিং ফোর্সের (বিজিবি ও আর্মড পুলিশ) সংশ্লিষ্ট কেন্দ্রের ইনচার্জ ও সদস্যদেরকে দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়।
এসময় আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত ব্রিফিং দেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) মো: সাইফুল ইসলাম সাইফ। অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জণ চাকমা, পুলিশ পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহা তন্ময়, চৌদ্দগ্রাম উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা মো: আব্দুল হালিম প্রামাণিক।
এসময় উপজেলা আনসার-বিডিপি’র প্রশিক্ষিকা মোসা নাজমা আক্তার সহ চৌদ্দগ্রাম থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চৌদ্দগ্রাম পৌর নির্বাচনে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রায় সাড়ে তিনশ’ পুলিশ সদস্য, শতাধিক আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি ও আর্মড পুলিশের কয়েক প্লাটুন সদস্যকে বাড়তি সতর্কতায় রাখা হয়েছে।