স্টাফ রিপোর্টার : চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মিজানুর রহমানের হাতে স্বরচিত দুইটি কাব্যগ্রন্থ তুলে দিয়েছেন বিশিষ্ট কবি মিজানুর রহমান বিএসসি। সোমবার (১৮ই জানুয়ারী) চৌদ্দগ্রাম পৌরসভা কার্যালয়ে “প্রবচন এবং ইসলামে বিজ্ঞান ও নীতি নৈতিকতা” শিরোনামের দুইটি বই তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা, চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান, পৌর ইঞ্জিনিয়ার আব্দুল আলিম প্রমুখ।
উল্লেখ্য গত ১৫ই জানুয়ারী অনাঢ়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কাব্যগ্রন্থ ২টির মোড়ক উন্মোচন করা হয়। চৌদ্দগ্রাম বাজারের সোনালী ব্যাংক সংলগ্ন বিসমিল্লাহ ইলেকট্রিক দোকানে বইগুলো পাওয়া যাবে।