স্টাফ রিপোর্টারঃ আসন্ন চৌদ্দগ্রাম পৌরসভা নির্বাচনে ২নং ওয়ার্ডের (পাঁচরা-কমলপুর) কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন পৌর যুবলীগ নেতা কামরুল ইসলাম মুরাদ পাটোয়ারী। গত রবিবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এসময় চৌদ্দগ্রাম পৌরসভা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তৌহিদুল ইসলাম, পৌর যুবলীগ নেতা শরীফ পাটোয়ারী, চৌদ্দগ্রাম পৌরসভা সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাষ্টার শাহাদাত হোসেনসহ পাঁচরা ও কমলপুর গ্রামের বিভিন্ন পর্যায়ের সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কামরুল ইসলাম মুরাদ পাটোয়ারী পৌরসভার পাঁচরা পাটোয়ারী বাড়ীর সাবেক নৌ বাহিনী কর্মকর্তা মৃত আতিকুর রহমানের ৩য় পুত্র। তিনি পাঁচরা জনকল্যান সংস্থার সাধারন সম্পাদক হিসেবে দীর্ঘবছর ধরে অত্র এলাকার গরীব ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক কাজে নিজেকে সম্পৃক্ত রেখে ২নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন মুরাদ পাটোয়ারী।
এসময় তিনি জানান, ২নং ওয়ার্ডে আমার জন্ম। ছোটবেলা থেকেই আপনাদের চোখের সামনে বড় হয়েছি। বুঝ হওয়ার পর থেকেই সামাজিক বিভিন্ন কাজের মাধ্যমে এলাকার সর্বস্তরের মানুষের পাশে দাঁড়িয়েছি। জনপ্রতিনিধিত্ব ছাড়া জনগণের কাঙ্খিত উন্নয়ন সাধন করা সম্ভব নয়। তাই জনগণের সেবার লক্ষ্যেই আসন্ন পৌরসভা নির্বাচনে আপনাদের সমর্থন নিয়ে প্রার্থী হয়েছি। ঈনশাআল্লাহ নির্বাচতি হলে আপনাদের আস্থার সম্পূর্ণ প্রতিদান দিয়ে সুখে, দু:খে আপনাদের পাশে থাকবো।