স্টাফ রিপোর্টার: কুমিল্লার চৌদ্দগ্রামে করোনা সংক্রমণ রোধে বিনামুল্যে মাস্ক, লিফলেট ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
চৌদ্দগ্রাম টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কামাল হোসেন নয়নের নিজ এলাকা উপজেলার শুভপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামে দিনমুজুর, পথচারী, ব্যবসায়ী ও রিকশা চালকদের মাঝে করোনা সংক্রমণ প্রতিরোধ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড তাকাফুল এখলাছ প্রকল্পের ডিভিশনাল কো-অর্ডিনেটর মো: জহিরুল ইসলাম, প্রবাসী মো: হাসান, আওয়ামীলীগ নেতা মো: হারুনুর রশিদ, যুবলীগ নেতা মো: আবুল কালাম ও ছাত্রলীগ নেতা ফজলে রাফিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।