নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চৌদ্দগ্রামে মানবতার ডাক সামাজিক সংগঠনের পক্ষ থেকে ঘর নির্মাাণের জন্য এক অসহায় বিধবা নারীর পরিবারকে ঢেউটিন প্রদান করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামে অসহায় ওই নারীর পরিবারের মাঝে ঢেউটিন হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবতার ডাক সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান পৃষ্ঠপোষক কাজী মো: মহি উদ্দীন মুকুল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলী আক্কাস মজুমদার, বাতিসা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: খোরশেদ আলম মানিক, বাতিসা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: তুরাজ মজুমদার, মো: কালিকাপুর গ্রামের বিশিষ্ট মাজসেবক মো: সাইফুল ইসলাম, মানবতার ডাক সামাজিক সংগঠনে সভাপতি মো: ইউসুফ মিয়াজী, যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী মো: রুবেল সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানবতার ডাক সামাজিক সংগঠনের ব্যতিক্রমী এসব আয়োজনে যারা বিভিন্ন সময় অর্থ সহায়তা প্রদান করেছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও মানবতার সকল ভালো কাজের সাথে একাত্ত্বতা পোষণ করে এ সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানিয়েছেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক কাজী মো: মহি উদ্দীন মুকুল।