স্টাফ রিপোর্টার: কুমিল্লার চৌদ্দগ্রামে স্বাস্থ্যবিধি লঙ্গন, মূল্য তালিকা প্রদর্শন না করা, উচ্চমূল্য রাখা সহ মাস্ক ব্যবহার না করার অপরাধে দোকানদার-পথচারীকে জরিমানা করা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে চৌদ্দগ্রাম বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাসুদ রানা ও সহকারী কমিশনার (ভূমি) আল আমিন সরকারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাস্কের অতিরিক্ত মূল্য রাখায় মাতৃ ফার্মেসীকে ১০ হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং বৈধ কাগজপত্র না থাকায় ভোক্তা অধিকার আইনে বিসমিল্লাহ্ জুয়েলার্সকে ৫ হাজার টাকা, চটপটি আড্ডাকে ১ হাজার টাকা, মাস্ক ব্যবহার না করায় ১৯ জন পথচারীকে সর্বমোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: হাসিবুর রহমান, এসআই মনির হোসেনের নেতৃত্বে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর মো: মোতাহার উদ্দীন, উপজেলা পিআইও মো: জোবায়ের হোসেন, পৌর সেনেটারী মো: ইমাম হোসেন সজীব সহ স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ। এসময় স্বাস্থ্য সচেতনা সৃষ্টিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।