নিজস্ব প্রতিবেদক: করোনাকালীন সময়ে ঘরে বসেই বিভিন্ন অনলাইন পেইজে নিয়মিত পাঠদানের মাধ্যমে সারাদেশে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন কুমিল্লার চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নের ৪৫নং আমানগন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোসা: সালমা আক্তার রুমি। এই যাবৎ তিনি প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে ৮০টির অধিক অনলাইন পাঠদান দিয়েছেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ‘ঘরে বসে শিখি কার্যক্রম’ এর আওতায় শিক্ষিকা মোসা: সালমা আক্তার রুমি শুধু শ্রেণি পাঠ-ই নয় শিক্ষার্থীদের মানসিক বিকাশ সাধনের নিমিত্তে সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, গান পরিবেশন সহ ব্যতিক্রমী বিভিন্ন আয়োজনের মাধ্যমে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন।
এবিষয়ে তিনি বলেন, “দেশের প্রতি ভালোবাসা ও নিজ দায়বদ্ধতা থেকে অনলাইনে পাঠদানের কাজ করছি। অনলাইনে দেশের অনেক শিক্ষকই পাঠদান করছেন। আমাদের দ্বায়িত্ব হল সেসব অনলাইন পাঠদানগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে শিক্ষার্থীদেরকে সেসকল পাঠগুলো দেখার সুযোগ করে দেয়া। তাহলেই এই পরিশ্রম স্বার্থক ও সফল হবে”। এসময় তিনি উপজেলার সকল শিক্ষক-শিক্ষিকা সহ সচেতন অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।