স্টাফ রিপোর্টারঃ ফেমাস ডোরের কুমিল্লা জেলার মাষ্টার ডিলার হলেন মেসার্স হাজী এন্টারপ্রাইজ। গত মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে চট্রগ্রাম এনায়েত বাজারস্থ ফেমাস ডোরের চট্রগ্রাম বিভাগীয় ডিপো কার্যালয়ে গ্লোবাল ডিস্ট্রিবিউটর ও হাজী এন্টারপ্রাইজের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ফেমাস ডোরের পক্ষে উপস্থিত ছিলেন গ্লোবাল ডিস্ট্রিবিউটরের ব্যবস্থাপনা পরিচালক ইস্রাফিল মোল্লা, পরিচালক কেএম শামিম এবং হাজী এন্টারপ্রাইজের পক্ষে চুক্তি স্বাক্ষরে অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানটির স্বত্বাধীকারী সুজন হোসেন। মাষ্টার ডিলারের আওতায় কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলায় ফেমাস ডোরের সামগ্রী এবং গ্লোবাল ডিস্ট্রিবিউটরের অন্যান্য সামগ্রী পাইকারী ও খুচরা বিক্রি করবে মেসার্স হাজী এন্টারপ্রাইজ।
উল্লেখ্য ফেমাস ডোর দেশীয় দরজার স্বনামধন্য ব্র্যান্ড। বাংলাদেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে প্রতিষ্ঠানটির ডিপো, ডিলার রয়েছে। বন্দর নগরী চট্রগ্রামে প্রতিষ্ঠানটির বিভাগীয় ডিপো নিয়েছে গ্লোবাল ডিস্ট্রিবিউটর। গ্লোবাল ডিস্ট্রিবিউটরের অধীনে সমগ্র চট্রগ্রাম বিভাগে জেলা ও উপজেলাওয়ারী মাষ্টার ডিলার, সাব-ডিলার ও ডিলার নিয়োগের কার্যক্রম চলছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ইস্রাফিল মোল্লা ও পরিচালক বেলাল হোসাইন। তারা জানান, ইতোমধ্যেই কুমিল্লা জেলার মাষ্টার ডিলার ও ফটিকছড়ি উপজেলায় আবদুল মাজেদ ভূঁইয়াকে ডিলার প্রদান করা হয়েছে।
এছাড়াও আরও বিভিন্ন জেলা ও উপজেলা থেকেও বিভাগীয় ডিলার নেওয়ার বিষয়ে বিভিন্নজন যোগাযোগ করছে বলেও জানান তারা।