স্টাফ রিপোর্টার: কুমিল্লার চৌদ্দগ্রামে “রোটারি ক্লাব অব কুমিল্লা কাঁকড়ী” এর উদ্যোগে ও রোটারি ইন্টারন্যাশনালের অর্থায়নে দরিদ্র পরিবারের মাঝে সেনেটারী লেট্রিন হস্তান্তর করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার উজিরপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামের সাহেব আলীকে এ লেট্রিন দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন ক্লাবের এসিস্ট্যান্ট গভর্নর আনোয়ার হোসেন।
ক্লাবের সভাপতি আবদুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন এসিস্ট্যান্ট গভর্নর মো. মহসিন রহমান। ক্লাবের সাধারণ সম্পাদক শওকত আকবরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য ডা. আনোয়ার হোসেন, আবদুল করিম, সুলতান আহমদ, আবুল খায়ের, নূর মোহাম্মদ, কাজী সোহেল, অধ্যাপক রফিক উদ্দিন বাবুল, আবদুল্লাহ আল নোমান প্রমুখ।
লেট্রিন নির্মাণে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্লাবের সেনেটারী লেট্রিন বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান মো. নিপু মজুমদার।