নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চৌদ্দগ্রাম পৌর এলাকার নোয়াপাড়া জনকল্যাণ সংস্থার উদ্যোগে করোনার মহামারীতে অসহায় কর্মহীন শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মিজানুর রহমান।
৯নং ওয়ার্ডের কাউন্সিল ও প্যানেল মেয়র আলহাজ্ব কাজী নজরুল ইসলাম কামালের সভাপতিত্বে অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন পৌরসভার ইঞ্জিনিয়ার আবদুল আলিম, রুহুল আমিন মাষ্টার, মুক্তিযোদ্ধা আবদুল কাদের, পৌর যুবলীগ নেতা মোতাহের হোসেন ঝুমন, মোঃ জাবেদ, সাইফুদ্দৌলা পাশা, শহিদুল ইসলাম খোকন, শাহিন আহমেদ সুমন, মোঃ ফারুক, ঢাকা উত্তর জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক ইমরান হোসেন ফরাদ, উপজেলা ছাত্রলীগের সদস্য মুরাদ, রিয়াজ, মুন্না, আব্বাস আলী, সফল, পারভেজ, হেলাল, শুভ, সাইফুল, সোহাগ, কাদির, কাজল, রনি, জাকির, শাহিন, সাইফুল ইসলাম, মোঃ সোহাগ ও ইমনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
উপহার সামগ্রী বিতরণে অার্থিক সহযোগিতা করেন এলাকার বিত্তবান ও দেশ-বিদেশের প্রবাসীবৃন্দ। উপহার সামগ্রী পেয়ে সংগঠনের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।