স্টাফ রিপোর্টার: বর্ণাঢ্য আয়োজনে জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড “আর্ট গ্যালারী” ২য় শাখার শুভ উদ্ভোধন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২০ মার্চ) সকালে চৌদ্দগ্রাম বাজারের জামে মসজিদ সড়কে কমার্শিয়াল সেন্টারের ২য় তলায় ফিতা কেটে উক্ত শাখার শুভ উদ্বোধন করেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমার্শিয়াল সেন্টারের মালিক রফিউদ্দিন ছিদ্দিকী, পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম কামাল, যুবলীগ নেতা ফরাশউদ্দিন রিপন, হাসান ইমাম রিপন, মাহমুদুল করিম শামীম, সাপ্তাহিক চৌদ্দগ্রামের নির্বাহী সম্পাদক এমদাদ উল্যাহ্, আলোকিত চৌদ্দগ্রামের বার্তা সম্পাদক বেলাল হোসাইন, আর্ট গ্যালারীর মালিক মো. পিন্টু চৌধুরী, আর্ট গ্যালারীর তত্বাবধায়ক হেলাল হোসেন, ছাত্রলীগ নেতা ইব্রাহীম সোহেল প্রমুখ।