আলোকিত রিপোর্টঃ শিক্ষকদের জনপ্রিয় পোর্টাল শিক্ষক বাতায়নের (www.teachers.gov.bd) সেরা কন্টেন্ট নির্মাতা নির্বাচিত হলেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ভুলকরা ইসলামিয়া আলিম মাদ্রাসা’র ইংরেজি প্রভাষক জনাব জাকির হোসেন। মানসম্মত মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরির জন্য প্রতি ১৫দিন পর পর দেয়া হয় সেরা কন্টেন্ট নির্মাতার স্বীকৃতি। তিনি এটুআই কর্তৃক নির্বাচিত ICT4E জেলা অ্যাম্বাসেডর হিসেবে ২০১৭ সাল থেকে কাজ করে যাচ্ছেন। তিনি শিক্ষকদের আইসিটিতে দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন।বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করে তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি নায়েমে অনুষ্ঠিত কমনিকেটিভ ইংলিশ ল্যাগুয়েজ কোর্সে অংশগ্রহণ করে ৩য় স্থান অর্জন করেন,বেসিক টিচার্স ট্রেনিং কোর্সে অংশ গ্রহণ করে প্রথম স্থান অর্জন করেন। এছাড়াও তিনি জাতীয় কম্পিউটার গবেষণা একাডেমী থেকে শিক্ষকদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ১মাস মেয়াদী প্রশিক্ষণে অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। সেরা কন্টেন্ট নির্মাতা নির্বাচিত হওয়ায় তিনি বাতায়ন কর্তৃপক্ষ , প্যাডাগজি রেটার,বাতায়ন প্রেমী শিক্ষকবৃন্দ এবং যারা বিভিন্ন সময়ে বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিশেষ করে জেলা শিক্ষা অফিসার,উপজেলা শিক্ষা অফিসার, তাঁর প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং জেলা অ্যাম্বাসেডর ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।ছাত্র জীবনে তিনি ইংরেজি বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেছেন। পারিবারিক জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক। তার গ্রামের বাড়ী চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের সাহাপুর। শিক্ষকদের কল্যাণে অগ্রণী ভূমিকা রাখতে বিজয়ী এই শিক্ষক সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।