নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চৌদ্দগ্রামে উজিরপুর ইউনিয়নের শিতলীয়া ফুটবল একাদশ কর্তৃক ফ্রিজ এলইডি টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট এর ৩য় কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
শনিবার (১৮ জানুয়ারি) বিকালে স্থানীয় শিতলীয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত উক্ত কোয়ার্টার ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-০২ এর পরিচালক উজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জহির উদ্দিন পিন্টু।
বক্তব্য প্রদানকালে তিনি বলেন, সমাজের সর্বনাশা মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই, ক্রিড়া সাংস্কৃতিক অঙ্গনে এলাকার যুব সমাজের উদ্যোগটি খুবই প্রশংসার দাবিদার।
উজিরপুর ইউনিয়নের মিয়াবাজার এর বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার উল্লাহর সভাপতিত্বে ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য খোরশেদ আলম এর উপস্থাপনায় উক্ত কোয়ার্টার ফাইনালের তৃতীয় খেলায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল হক, উপজেলা ছাত্রলীগের সদস্য শাখাওয়াত হোসেন, উজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মাকসুদুল আলম আরিফ, মুনছুর আহমেদ হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াছ পারভেজ, হাবীবুল্লাহ সুমন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা উপজেলা যুবলীগের সদস্য উজিরপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাস্টার শহিদুর রহমান রতন, উজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি অহিদুল ইসলাম সহ টুর্নামেন্ট পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ।