স্টাফ রির্পোটার: দৈনিক “নয়া দিগন্ত” এর চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা ও “সাপ্তাহিক চৌদ্দগ্রাম” পত্রিকার সম্পাদক সিরাজুল ইসলাম ফরায়েজীর পিতা কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের সোনাপুর গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব ডা. মো. আবদুল করিম ফরায়েজী (৯৪) আজ ভোর তিনটায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় উনার ছেলের বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজীউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছয় ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
আজ বাদ আসর মরহুমের গ্রামের বাড়িতে (বাতিসা ইউনিয়নের সোনাপুর ফরায়েজী বাড়ি) উনার জানাযা অনুষ্ঠিত হবে। উনার মৃত্যুতে ‘আলোকিত চৌদ্দগ্রাম’ পরিবার সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।