নিজস্ব প্রতিবেদক: আর্তমানবতার সেবায় নিয়োজিত সংগঠন মৈত্রী’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে গরীব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বুধবার (১ জানুয়ারী) উপজেলার মিয়াবাজারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মৈত্রীর প্রধান উপদেষ্টা অধ্যক্ষ রহমত উল্লাহ্ বাবুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মৈত্রী’র স্থায়ী পরিষদ সদস্য এম জি শাহ্ আলম পিন্টু।
সংগঠনের সভাপতি ফারুক আহমেদ সানির সভাপতিত্বে এবং নাহিমুল হক সৈকতের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আবদুর রহমান, সহ-সভাপতি সালেহ্ আহমেদ, সহ-সভাপতি জানে আলম, সহ-সাধারণ সম্পাদক সুমন মোল্লা, সহ-সাধারণ সম্পাদক আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক তাহসান ফারুক, সহ-সাংগঠনিক সম্পাদক হাসিব শাওন, রক্তসেবা বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ সামির, সাংস্কৃতিক সম্পাদক মোতাহের হিমু, সহ-সাংস্কৃতিক সম্পাদক আবদুর রাজ্জাক রাজু, সমাজ কল্যাণ সম্পাদক আবির মাহমুদ রায়হান, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন সায়েম, সহ-প্রচার সম্পাদক ইসমাত আফরিন, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম রনি, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মাসুদ মির্জা, সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. ইমন।
এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মুন্সী আরিফুল হায়দার, মোজাম্মেল হোসেন অপি, মীর হোসেন সামির, কামরুন নাহার মীম, লিজা আক্তার, জাকিয়া সুলতানা ঐশী, তানিয়া, আমিনুল ইসলাম, আতাউল মিঠু, মজুমদার আতিক, জুনায়েদ আহমেদ, মাহবুব রায়হান, হাসিবুর রহমান রাহাত, মো. জিহাদ প্রমুখ।