ইকবাল হোসেন টিপু: কুমিল্লার চৌদ্দগ্রামে কনকাপৈত ‘ভানুশ্বর আলোর দিশারী ক্লাব’ কর্তৃক আয়োজিত রৌপ্য কাপ ক্রিকেট টুর্ণামেন্ট-২০১৯ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিরতণ অনুষ্ঠিত।
সোমবার (১৬ ডিসেম্বর) বিকালে উপজেলার কনকাপৈত ইউনিয়নের ভানুশ্বর ক্রিকেট মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন কনকাপৈত ইউপি চেয়ারম্যান মো. জাফর ইকবাল।
‘ভানুশ্বর আলোর দিশারী ক্লাব’ এর সভাপতি মোহাম্মদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. কাউসার হানিফ শুভ।
এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কনকাপৈত ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মো. ইসমাঈল হোসেন শাহীন, কনকাপৈত ইউপির প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ভুট্টু, ইউপি সদস্য ফারুক বেপারী, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের কনকাপৈত ইউনিয়ন সভাপতি মো. প্রভাত মজুমদার, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাকিল মজুমদার, কনকাপৈত কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. ফাহিম, চিওড়া সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজেদ হোসেন বিপুল প্রমুখ।