নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে বিজিবি সদস্য মফিজুর রহমান মারা যান। সেই শোকে সন্ধ্যায় তাঁর স্ত্রীও না ফেরার দেশে পাড়ি জমান। স্বামী-স্ত্রী দু’জনের ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। উপজেলার পেরিয়া ইউপির শালুকিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আজ রবিবার সকালে স্বামী-স্ত্রী উভয়ের জানাজা শেষে তাঁদেরকে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক ইউপি চেয়ারম্যান সহিদ উল্লাহ মিয়াজী।