নিজস্ব প্রতিবেদক: চৌদ্দগ্রামের কৃতী সন্তান মোহাম্মদ শাহ আলম ভূঁইয়া দ্বিতীয় মেয়াদে কুমিল্লা সরকারি মহিলা কলেজের শিক্ষক পরিষদের যুগ্ম- সম্পাদক নির্বাচিত হয়েছেন। এর আগে গত ২০১৯ সনেও উক্ত পদে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। তিনি উপজেলার বাতিসা ইউনিয়ের নানকরা গ্রামের মোহাম্মদ সামছুল হক ভূঁইয়ার জ্যেষ্ঠ সন্তান।
তিনি ৩৩তম বিসিএস শিক্ষা ক্যাডার, আগষ্ট ২০১৪ তে নিয়োগ পান এবং অক্টোবর ১৭ তে কুমিল্লা সরকারি মহিলা কলেজে যোগ দেন।
উল্লেখ্য, পরিষদের সভাপতি পদে কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. জামাল নাছের এবং সেক্রেটারি পদে ড. মুহম্মদ উল্লাহ মজুমদার নির্বাচিত হয়েছেন।