স্টাফ রিপোর্টার: কুমিল্লার চৌদ্দগ্রামে ১ হাজার টাকা মানের ২৮টি জাল নোট সহ সাদিয়া বেগম (২৬) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। সে কুমিল্লা জেলার বাঞ্চারামপুর থানার ফরিদাগঞ্জ গ্রামের শাহ আলমের মেয়ে ও মুরাদপুর থানার হামদরাগঞ্জের আবুল কালামের ছেলে মো. শামীমের ডিভোর্সী স্ত্রী।
শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় চৌদ্দগ্রাম থানার এসআই হাফেজ আহমেদ খানের নেতৃতে¦ সঙ্গীয় ফোর্সসহ এক বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের মুন্সীরহাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গ্রেফতার হওয়া ওই নারী দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশল অবলম্বন করে উপজেলার বিভিন্ন স্থানে জাল নোটের ব্যবসা ও বাজারজাত করে আসছিল।
এবিষয়ে চৌদ্দগ্রাম থানার এসআই হাফেজ আহমেদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১ হাজার টাকা মানের ২৮টি জাল নোট সহ মুন্সীরহাট বাজার থেকে সাদিয়া বেগম নামে এক নারীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি। পরে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের শেষে রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।