নিজস্ব প্রতিবেদক: চৌদ্দগ্রামের অরাজনৈতিক সামাজিক সংগঠন “দুরন্ত নোয়াগ্রাম স্পোর্টিং ক্লাব” ৭ বছরে পা রাখলো। ২০১২ সালে জগন্নাথদীঘি ইউনিয়নের নোয়াগ্রাম এলাকায় কিছু মেধাবী যুবকের হাত ধরে প্রতিষ্ঠিত হয় এই সংগঠনটি।
খেলাধুলার পাশাপাশি রক্তদান, বৃক্ষরোপণ, অানন্দ ভ্রমন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, স্টাডি মোটিভেশনাল প্রোগ্রাম, ইফতার মাহফিল, শীতবস্ত্র বিতরণের মত সামাজিক কার্যক্রমগুলো পরিচালনা করে অাসছে এই সংগঠনটি। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সামাজিক কার্যক্রম ও সচেতনতামূলক প্রতিবেদন প্রচার করে সাধারণ মানুষকে ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করছে।
আগামীকাল ১০ নভেম্বর সামাজিক সংগঠন “দুরন্ত নোয়াগ্রাম স্পোর্টিং ক্লাব” এর প্রতিষ্ঠাবার্ষিকী। শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এলাকার সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গরা। সবার ভালোবাসা ও “দোয়ায় দুরন্ত নোয়াগ্রাম স্পোর্টিং ক্লাব” এগিয়ে যাক অারো বহুদূর।