নিজস্ব প্রতিবেদক: ফেনীস্থ চৌদ্দগ্রামের চাকরিজীবী, পেশাজীবী ও ব্যবসায়ীদেরকে নিয়ে গত শুক্রবার (১ নভেম্বর) এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে “চৌদ্দগ্রাম ফাউন্ডেশন” নামে একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।
ফেনী ডায়াবেটিস হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. নুরুন নবীর সভাপতিত্বে ও ডা. ফখরুল হাসানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে ফেনীতে অবস্থানরত চৌদ্দগ্রামের সকল শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ডা. ফখরুল হাসানকে আহবায়ক ও শরীয়ত উল্লাহ্ বাবুলকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত আহবায়ক কমিটির অন্য সদস্যরা হলেন: নেয়ামত উল্লাহ্, ডা. সোলেমান বাদশাহ্, মো. সফিউল ইসলাম জিয়া, আরিফুর রহমান আরিফ ও ডা. নুরুল ইসলাম।
আগামী ডিসেম্বরের মধ্যে উপদেষ্টা কমিটি গঠন করে উপদেষ্টা কমিটির পরামর্শক্রমে আগামী এক বছর উক্ত আহবায়ক কমিটি সকল কার্যক্রম পরিচালনা করবে বলে সভায় সিন্ধান্ত হয়। এসময় উপস্থিত বক্তারা সকলের সহযোগিতা নিয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।