নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চৌদ্দগ্রামে আলহাজ্ব নূর মিয়া বিশ্ববিদ্যালয় কলেজে রোভার স্কাউট গ্রুপের প্রথম দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত শনিবার (২৬ অক্টোবর) বিকেল তিনটায় কলেজ মাঠে ২২জন নবাগত গার্ল ইন এবং ১৮ জন রোভার সহ সর্বমোট ৪০ জন রোভার এর অংশগ্রহণে দীক্ষা অনুষ্ঠানের রিপোর্টিং শুরু হয়। এই দীক্ষা অনুষ্ঠানের মাধ্যমে আলহাজ্ব নূর মিয়া বিশ্ববিদ্যালয় কলেজ রোভার স্কাউট গ্রুপের সকল সদস্য বিশ্ব স্কাউটের সদস্য হয়।
রবিবার বিকেলে দীক্ষা সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ মহিব উল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর এস এল ও সম্পাদক মোহাম্মদ জোবায়ের হোসেন, লুবনা আক্তার ও প্রশিক্ষক মো. আবদুর রব লাভলু। দীক্ষা গ্রহণে উপস্থিত ছিলেন মো. রাসেল সরকার, চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি এবং মো. তুহিন মিয়া। রোভাররা দেশের সেবায় নিয়োজিত থাকবে বলে শপথ গ্রহণের মাধ্যমে দীক্ষা অনুষ্ঠানের সমাপ্তি হয়।