স্টাফ রিপোর্টার: কুমিল্লার চৌদ্দগ্রামে শনিবার বাতিসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৬৭তম বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, কুমিল্লা জেলা দক্ষিণ আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সামছুল আলম মজুমদারের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক শাহ আলমের পরিচালনায় বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও বাতিসা ইউপি চেয়ারম্যান জিএম জাহিদ হোসেন টিপু।
এসময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, ইউনিয়ন যুবলীগ সভাপতি আফতাবুল ইসলাম মোল্লা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য কাজী আমির হোসেন মোহন, আবদুল মান্নান খোকন, আরিফুর রহমান আরিফ, প্রধান শিক্ষিকা শাহনাজ বেগম, সহকারী প্রধান শিক্ষক ফজলুর রহমান মজুমদার, শিক্ষক আবুল কাসেম, আ’লীগ নেতা ডা. আমিন উল্লাহ্ প্রমুখ।