কুমিল্লার চৌদ্দগ্রামে মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় মীম আক্তার (২) নামে এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার শুভপুর ইউনিয়নের তেলিহাটি গ্রামের সুমন মিয়ার একমাত্র মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২০ অক্টোবর) সকালে একই ইউনিয়নের পোটকরা থেকে একটি মাটিবহনকারী ট্রাক্টর তেলিহাটির উদ্দেশ্যে মাটি নিয়ে যাওয়ার সময় তার বাড়ির সামনের রাস্তার উপরে শিশুটিকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুন্সীরহাট বাজারস্থ নেছারিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। এসময় স্থানীয় বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক ট্রাক্টরটিকে আটক করে রাখে।
বিকেল পাঁচটায় নিহত মীমের জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়। এদিকে একমাত্র মেয়ের আকষ্মিক মৃত্যুতে মীমের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মা-বাবাসহ স্বজনদের কান্নায় আকাশ-বাতাস ভারি হয়ে ওঠে। মা শাহনূর বেগম কান্নায় মূর্ছা যাচ্ছেন বারবার।
এবিষয়ে চৌদ্দগ্রাম থানার এস আই আব্দুল মজিদ জানান, মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় মীম নামে এক শিশু নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাক্টরটিকে থানায় নিয়ে আসি। এঘটনায় এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করেনি নিহতের পরিবার।