নিজস্ব প্রতিবেদক: “গাছ লাগাই, প্রাণ বাঁচাই, গাছে গাছে ভরবে দেশ, সবুজ হবে বাংলাদেশ”। এই স্লোগানকে সামনে রেখে “স্বপ্নপূরণ ফাউন্ডেশন” এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাতিসা ইউনিয়নের পাটানন্দী পশ্চিম পাড়া সড়কের দু’ধারে বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও বাতিসা ইউপি চেয়ারম্যান জি এম জাহিদ হোসেন টিপু।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও চৌদ্দগ্রাম বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আব্দুল জলিল, চৌদ্দগ্রাম সংবাদ এর নির্বাহী সম্পাদক মো. মনোয়ার হোসেন মুন্না, সাপ্তাহিক আলোকিত চৌদ্দগ্রাম এর প্রধান প্রতিবেদক মুহা. ফখরুদ্দীন ইমন, ভোরের ডাক এর উপজেলা প্রতিনিধি মো. আনিছুর রহমান, পৌরসভার সহকারী লাইসেন্স ইন্সপেক্টর মো. লোকমান হোসেন, পৌর আদায়কারী (বাজার শাখা) মো. শহিদুল ইসলাম, সিটি ব্যাংক (এজেন্ট ব্যাংক) কালিয়াতল বাজার শাখার কর্মকর্তা মো. একরামুল হক (রাকিব), মো. জিয়াউল হক সবুজ, সবুজ মিয়াজী, মো. অনিক, মো. আলা উদ্দিন আলো, মো. হোসেন, সাগর, আরাফাত, ফাহাদ, আশিক, ফরহাদ, মিতুল, রায়হান প্রমুখ।