নিজস্ব প্রতিবেদক: মাও. হাফেজ মো. জাহের হোসাইনকে আহবায়ক, মাও. সাইদুর রহমানকে ১নং যুগ্ম আহবায়ক, মাও. মো. ফয়েজ উল্ল্যাহকে সদস্য সচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কুমিল্লা মহানগর এবং মাও. এবিএম নজির আহমেদকে আহবায়ক, হাফেজ মো. ইকবাল হোসেন নোমানকে যুগ্ম আহবায়ক, মাও. জিয়াউর রহমানকে সদস্য সচিব করে কুমিল্লা দক্ষিণ জেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
গত ১০ সেপ্টেম্বর ও ৫ সেপ্টেম্বর জাতীয়তাবাদী ওলামাদলের কেন্দ্রীয় আহবায়ক অধ্যক্ষ শাহ মো. নেছারুল হক এবং সদস্য সচিব অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদার স্বাক্ষরিত দলীয় প্যাডে উক্ত ২টি কমিটির অনুমোদন দেওয়া হয়। একইসাথে উল্লেখিত কমিটিকে আগামী ২ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নিদের্শনা প্রদান করা হয়েছে।
৩১ সদস্য বিশিষ্ট কুমিল্লা মহানগর আহবায়ক কমিটির গুরুত্বপূর্ণ পদে রয়েছেন যুগ্ম আহবায়ক মাও. মফিজুল ইসলাম, কাজী মো. নজরুল ইসলাম, ক্বারী মো. ইউসুফ, হাফেজ কাজী মো. এনাম, হাফেজ মো. ইমাম হোসেন, মাও. মো. আব্দুল্লাহ আল নোমান, ক্বারী মো. আলমগীর, মাও. মো. মোশারফ হোসেন, ১নং সদস্য মুফতি মো. ইয়াহইয়া, সদস্য- মাও. জিয়াউর রহমান মজুমদার। ৩১ সদস্য বিশিষ্ট কুমিল্লা দক্ষিণ জেলা আহবায়ক কমিটির গুরুত্বপূর্ণ পদে রয়েছেন যুগ্ম আহবায়ক হাফেজ মো. আনোয়ার, মাও. আব্দুল মান্নান, এ্যাড. সাইফুল আলম, মাও. জাকির হোসেন বেলালী, মাও. মুফতি বিন নোমান, মাও. জাকির হোসেন, হাফেজ সাইফুল ইসলাম, হাফেজ নজির আহাম্মদ, হাফেজ মো. ইসমাইল হোসেন, সদস্য- মাও. সিদ্দিকুর রহমান, হাফেজ মোজাম্মেল প্রমুখ।