স্টাফ রিপোর্টার: তরুনদের চাহিদাকে প্রাধান্য দিয়ে এবং মোবাইল সংক্রান্ত যে কোন সেবা কম খরচে ও দ্রুততর সময়ে প্রদানের লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লার চৌদ্দগ্রামে গত শুক্রবার (১৩ই সেপ্টেম্বর) বিকেলে শুভ উদ্বোধন হয়েছে উপজেলার সর্ববৃহৎ মোবাইল জোন “সোহেল মাল্টি-মিডিয়া মোবাইল জোন”। একই ছাতার নিচে মোবাইলের সকল যন্ত্রাংশ, দেশী বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের সকল মোবাইলের এক বিশাল সংগ্রহ নিয়ে চৌদ্দগ্রাম বাজারস্থ হায়দার শপিং কমপ্লেক্সের নিচতলায় উক্ত “সোহেল মাল্টি-মিডিয়া মোবাইল জোন” এর শুভ উদ্বোধন করেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান।
“সোহেল মাল্টি-মিডিয়া মোবাইল জোন” এর প্রোপাইর জহিরুল ইসলাম সোহেলের পরিচালনায় উক্ত শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম চেয়ারম্যান, পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম পাটোয়ারী, পৌর যুবলীগ সভাপতি আবদুল হক, যুবলীগ নেতা সোহেল, মোতাহার হোসেন ঝুমন, খোরশেদ আলম প্রমুখ। শুভ উদ্বোধন শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন চৌদ্দগ্রাম সাব-রেজিস্ট্রি অফিস জামে মসজিদের খতিব মাওলানা আলমগীর হোসেন।