স্টাফ রিপোর্টার: কুমিল্লার চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ৪টি ঘরসহ গোয়াল ঘরে থাকা ৩টি গরু জীবন্ত পুঁড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ জুলাই) ভোর পৌঁনে দুইটায় উপজেলার চিওড়া ইউনিয়নের কাপড়চতলী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদের পাটোয়ারীর বসতঘরসহ ৪টি ঘর এবং ৩টি গরু পুড়ে ছাঁই হয়ে গেছে। পরে স্থানীয়রা চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে দ্রুত পৌঁছে দীর্ঘ দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এসময় দলিল-দস্তাবেজ, প্রয়োজনীয় কাগজ-পত্রসহ ঘরে থাকা সকল আসবাবপত্র পুঁড়ে যায়। এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ভুক্তভোগি মুক্তিযোদ্ধা আব্দুল কাদের পাটোয়ারী।
অগ্নিকান্ডের খবর শুনে চিওড়া ইউপি চেয়ারম্যান মো. একরামুল হক সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় স্থানীয় চেয়ারম্যান অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে ঘর নির্মাণে টিন প্রদান সহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. ইমাম হোসেন পাটোয়ারী জানান, অগ্নিকান্ডের খবর শুনে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।