স্টাফ রিপোর্টার: কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন ব্যক্তি নিহত হয়েছে। বুধবার (১৭ জুলাই) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা ও কালির বাজার এলাকায় দুর্ঘটনা দু’টি ঘটে।
নিহতরা হলেন: চৌদ্দগ্রাম পৌরসভার পূর্ব ধনমুড়ির ওবায়েদুল্লাহর ছেলে নুরুল আলম জাবলু (৩৫), প্রাণ গ্রুপের বিক্রয় প্রতিনিধি ব্রাক্ষণবাড়িয়ার আশুগঞ্জের পড়ুয়া গ্রামের জুয়েল মোল্লার ছেলে জোবায়ের (২১) ও ফেনী জেলার কুমিড়া গ্রামের গিত্তলাল দাসের ছেলে শিমুল দাস (২০)। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ ইমাম হোসেন পাটোয়ারী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে চৌদ্দগ্রাম বাজার এলাকা থেকে সাইকেল যোগে জোবায়ের ও শিমুল মিয়াবাজার যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা এলাকায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় তারা ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলে শিমুল দাস ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে জোবায়ের নিহত হন। এছাড়া কালির বাজার এলাকায় অপর একটি দুর্ঘটনায় মানসিক প্রতিবন্ধী নুরুল আলম জাবলু নিহত হন।